কেপটাউনে বিরাট কোহলির ব্যাট জিতিয়েছে ভারতকে। ১৬০ রান করার পথে কোহলি সৌরভ-শচীনের মতো কিংবদন্তিকে ছাপিয়ে গিয়েছেন। কোহলির রেকর্ডের পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনিও রেকর্ড গড়েছেন কেপটাউনে।
ধোনি অবশ্য কোহলির মতো ব্যাটে ঝড় তোলেননি। মাত্র ১০ রান করেছেন। ব্যাটে ব্যর্থ হলেও উইকেটের পিছনে দাঁড়িয়ে নতুন নজির গড়লেন ধোনি। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে ওয়ানডেতে ৪০০টি শিকার হয়ে গেল মাহির। ২৯৪টি ক্যাচ ধরেছেন তিনি। স্টাম্পিংয়ের সংখ্যা ১০৬টি।
বুধবার তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মারক্রামকে স্টাম্প করে নতুন নজির গড়েন ধোনি। বিশ্ব ক্রিকেটে ধোনি এখন চার নম্বরে। সবার থেকে এগিয়ে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা (৪৮২)। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৪৭২) ও দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪২৪) রয়েছেন দুই ও তিন নম্বরে।
উইকেটের পিছনে ধোনি যে এখনও দুর্দান্ত, তার রিফ্লেক্স যে বেশ ভাল, সেটাই প্রমাণিত হল। মারক্রামকে স্টাম্প করেন ধোনি। সেই স্টাম্পিংয়ে প্রমাণিত ধোনি রয়েছেন ঠিক আগের মতোই। ধোনির শিকার সংখ্যা এখন ৪০১।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর