ভালেন্সিয়াকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে উঠল প্রতিযোগিতার সর্বোচ্চ ২৯ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ফাইনালে বার্সেলোনাৎ প্রতিপক্ষ প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়া।
বৃহস্পতিবার রাতে ভালেন্সিয়ার মাঠে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে জেতে বার্সেলোনা। প্রথম লেগে ক্যাম্প নুইয়ে ১-০ গোলে জয় পায় এরনেস্তো ভালভেরদের দল। যার ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠল।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও কোন দলই গোলের দেখা পাইনি। দ্বিতীয়ার্ধের শুরুতে আন্দ্রে গোমেসকে তুলে নিয়ে কুতিনিয়োকে নামান বার্সেলোনা কোচ। লিভারপুল ছেড়ে আসা ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ৪৯তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা সুয়ারেসের বাড়ানো ক্রসে স্লাইড করে নেওয়া শটে বল জালে জড়ান। বার্সেলোনার জার্সিতে এটি তার প্রথম গোল।
ম্যাচের ৮২তম মিনিটে সুয়ারেসের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে নেয় দলটি। উরুগুয়ের এই ফরোয়ার্ডের বাড়ানো বল ইভান রাকিতিচ ঠিকানায় পৌঁছে দেন। এর ফলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর