শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে গতকালের ব্যক্তিগত ২৪ রানের সঙ্গে এক রান যোগ করেই ফিরে যান লিটন দাস। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাইটওয়াচ ম্যান ব্যাটসম্যান হিসেবে ওপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া মেহেদি হাসান মিরাজ। ১০৭ রানের সময়ও মনে হচ্ছিল বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু ১০৭ রানে ধনাঞ্জয়ার বলে বোল্ড হয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ (১৭) ফিরে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ।
কোনো রান না করেই ফিরে যান মোসাদ্দেকে বসিয়ে একাদশে ফেরানো সাব্বির রহমান। এরপর একে একে ফিরে যান আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। ১০৭ রানে পাঁচ উইকেট থেকে ১১০ রানে অলআউট বাংলাদেশ। ফলে সঙ্গীর অভাবে এক ভালো ইনিংস খেলার সুযোগ পেয়েও ৩৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিরাজ।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব