ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে পুরোপুরি বিধ্বস্ত টিম বাংলাদেশ। ২২২ রানের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ১১০ রানেই অলআউট টাইগাররা। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ১১২ রানের লিড নিয়ে মাঠে নামে। শুরুটা দেখেশুনে করলেও ওপেনার ব্যাটসম্যানদের বড় পার্টনারশিপ গড়তে দেননি টাইগার স্পিনার আব্দুর রাজ্জাক। ওপেনার কুশল মেন্ডিসকে দ্রুতই বিদায় করেন তিনি।
এ রিপোর্ট লেখা অবধি শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৩৪। ব্যাট করছেন দিমুথ করুনারত্নে (১৪) ও ধনাঞ্জয়া ডি সিলভা (১৩)।
দ্বিতীয় ইনিংসে দিনের শুরুতেই কুশল মেন্ডিসকে বিদায় করেন রাজ্জাক। ২১ বলে ৭ রান করে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন লঙ্কান এই ওপেনার।
এর আগে, দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট হাতে পুরোপুরি বিধ্বস্ত হয় টাইগাররা। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। চার উইকেটে ৫৬ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনও পার করতে পারেনি মাহমুদউল্লাহর দল। শুরুতেই ম্যাচের ২৭তম ওভারে সুরাঙ্গা লাকমলের বল লিটনের (২৫) ব্যাটে লেগে স্ট্যাম্পে আঘাত হানে। আউট হয়ে যান লিটন দাস।
একই ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ (১৭) ও সাব্বির রহমানকে (০) ফিরিয়ে জোড়া আঘাত হানেন টেস্ট অভিষিক্ত আকিলা ধনাঞ্জয়া। তার তৃতীয় শিকারে পরিণত হন আব্দুর রাজ্জাক (১)। পরে রান আউট হন তাইজুল আর পেরেরার বলে এলবিডব্লিউ হন মুস্তাফিজ।
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ