মিরপুর টেস্টে শেষ বিকেলে লঙ্কান শিবিরে জোড়া আঘাত হেনেছেন বাংলাদেশের পেসার সেনসেশন মুস্তাফিজুর রহমান। পর পর দুই বলে তুলে নিয়েছেন লঙ্কানদের দুই উইকেট। দ্বিতীয় ইনিংসের ৫৬তম ওভারের প্রথম বলেই দিলরুয়ান পেরেরাকে তালুবন্দি করেন লিটন দাস। পরের বলে আখিলা ধনঞ্জয়কে শূন্য রানে সাজঘরে ফেরান মুস্তাফিজ।
তবে একই ওভারে আরও একটি উইকেট পেতে পারতেন মুস্তাফিজ। যদি ফার্স্ট স্লিপে লাকমালের ক্যাচটি তালুবন্দি করতে পারতেন সাব্বির রহমান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের সামনে এখন পর্যন্ত ২৯৩ রানের লিড দাঁড় করিয়েছে লঙ্কানরা।
বিডিপ্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান