বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম একজন প্রতিভাবান খেলোয়াড় অ্যাঞ্জেলো ডি মারিয়া। আর্জেন্টিনা এই তারকা ফুটবলার জাতীয় দলে খেলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি সঙ্গে। আবার তার তার ক্লাব সঙ্গী ব্রাজিলিয়ান নতুন সেনসেশন নেইমার। অন্যদিকে, ২০১০ সালে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন ডি মারিয়া। সেখানে চার মৌসুম কাঁধে কাঁধ মিলিয়ে তিনি খেলেছেন পর্তুগিজ তারকা রোনালদোর সাথেও।
কিন্তু ডি মারিয়ার মতে বর্তমান সময়ের সেরা ফুটবলার কে? এ ব্যাপারে এবার নিজের মতামত জানালেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার।
সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ডি মারিয়া। সেখানে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। এসময় ডি মারিয়া বলেন, 'লিওকে (মেসি) নিয়ে বলার মত কোনো ভাষা নেই। সে আপনাকে অবাক করে দেবে। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু মেসি এখনও সেরা। ও অন্যগ্রহের খেলোয়াড়।'
রোনালদোর সাবেক এই সতীর্থের আরও বলেন, 'ক্রিশ্চিয়ানো অসাধারণ খেলোয়াড়। কিন্তু মেসির সাথে একই সময়ে থাকা তার জন্য কঠিনই বটে।'
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ