শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাকফুটে থেকে তৃতীয় দিন ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। যেখানে টিম বাংলাদেশের টাইগার লক্ষ্য লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের শেষ দুটি উইকেট তুলে নেওয়া। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৮ উইকেটে ২০০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে।
এ রিপোর্ট লেখা অবধি শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২০৪ রান। ব্যাট করছেন রোশেন সিলভা ৬২ ও সুরাঙ্গা লাকমল ৭ রানে।
এদিকে এ ম্যাচে হার এড়ালেই প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের আটে উঠবে টাইগাররা।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ