দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের দোরগোড়ায় ভারত। শনিবার জো’বার্গে ‘প্রোটিয়া বধ’ করতে পারলেই ইতিহাস গড়বে টিম কোহলি। সিরিজে দুর্দান্ত খেলছেন ভারতের দুই রিস্ট স্পিনার যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। তবুও ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলের দরজা রবিচন্দ্রন অশ্বিন অথবা রবীন্দ্র জাদেজার জন্য বন্ধ নয় বলে শুক্রবার পরিষ্কার জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুণ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ভারতীয় স্পিনারের সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে অরুণ বলেন, ‘দু’জনেই অত্যন্ত ইতিবাচক। ফ্লাইট দিতে ভয় পায় না। এমনকি, স্পিনের ভেরিয়েশন করতেও পিছুপা হয়নি। কারণ এরা পিচের উপর নির্ভর করেনি। হাওয়াতেই ব্যাটসম্যানদের প্রতিহত করার ক্ষমতা এদের রয়েছে।’
৬ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম তিন ম্যাচ জিতে ৩-০ এগিয়ে থেকে শনিবার জো’বার্গে পিঙ্ক ডে-তে খেলতে নামছে টিম কোহলি।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ