বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যতম প্রতিভাবান একজন ব্যাটসম্যান বিরাট কোহলি। আর তারই জের ধরে এবার বিরাটকে ভিভের (স্যার ভিভিয়ান রিচার্ডস) মতোই 'নৃশংস' বলছেন ক্যারিবিয়ান দ্বীপের ক্রিকেট স্রষ্টাদের অন্যতম সেরা আলভিন কালিচরন।
প্রাক্তন এই ক্যারিবিয়ান অধিনায়ক বলছেন, "বিরাটের মনোভাব ভিভের মতোই নৃশংস"। অধিনায়ক বিরাটের প্রশংসায় কালিচরন আরও বলছেন, ভারতে এর আগে কেবল কপিল দেবকেই এমন ভয়ডরহীন ভাবে অধিনায়কত্ব করতে দেখেছেন তিনি। ৫ বোলার আর ৫ ব্যাটসম্যান নিয়ে টেস্ট খেলার যে সাহস বিরাট ওয়ান্ডারার্সে দেখিয়েছে, তারও প্রশংসা করেন কালিচরন।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বিরাট কোহলি তথাকথিতদের মত নয়। নিজের সিদ্ধান্ত নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী থেকেছে বিরাট।"
এরপরই বিরাটের ক্রিকেটীয় মনোভাবের কথা প্রসঙ্গে ভিভের কথায় ফেরেন কালিচরন। প্রথমে তুলনা করতে না চাইলেও বিরাটের আগ্রাসনকে সঠিকভাবে বিশ্লেষণ করতে শেষ পর্যন্ত ভিভিয়ান রিচার্ডসকেই আধার করতে হয় তাকে। তিনি বলেন, "দুজনেই খুব পরিশ্রমী এবং আগ্রাসী। অধিনায়ক হিসেবে বিরাট সফল। ব্যাটিং অনবদ্য, রানের খিদে রয়েছে বিরাটের। ওর ধারাবাহিকতা বিস্ময়কর।"
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ