সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও সেই হতাশার ব্যাটিং। ৩০ ওভারও পুরোপুরি ব্যাট করতে পারেনি টাইগাররা। ফলে ৩৩৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ বাহিনী হেরেছে ২১৫ রানের বিশাল ব্যবধানে।
তৃতীয় দিনে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তামিমকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর ইমরুল কায়েসকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেন মুমিনুল হক। ইমরুল ১৭ এবং মুমিনুল ৩৩ রানে বিদায় নিলে এক মুশফিকুর রহিম(২৫) যা একটু লড়াই করেন। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মাঝে। ১০০ থেকে ১২৩ রানের মধ্যেই পড়েছে শেষ ৬ উইকেট।
এর আগে, প্রথম ইনিংসে ২২২ রানের পর দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে লঙ্কানরা সংগ্রহ করে ২২৬ রান। আর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মিরাজের ৩৮ রানের ওপর ভর করে সংগ্রহ করে ১১০ রান। ফলে প্রথম ইনিংসে সফরকারীরা লিড পায় ১১২ রানের। সব মিলিয়ে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩৩৯ রানের।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব