শুধু পাকিস্তানে নয়। অন্যান্য দেশেও তার অগণিত ভক্ত। তিনি ‘বুম বুম’ আফ্রিদি। মারকাটারি ব্যাটিং করে দর্শকদের মন জিতেছেন। বর্তমানে আইস ক্রিকেট খেলতে সুইজারল্যান্ডে রয়েছেন আফ্রিদি।
তার দল রয়্যালস একাদশ হারিয়ে দিয়েছে বীরেন্দ্র শেবাগের ডায়মন্ডস একাদশকে। ম্যাচের পর ভক্তদের মাঝে পড়ে যান আফ্রিদি। তার সঙ্গে ছবি তোলার জন্য হিড়িক পড়ে যায়। ভক্তদের মধ্যে ছিলেন এক নারী। যার হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। কিন্তু সেটি গোটানো ছিল। আফ্রিদিই সেই মহিলাকে বলেন, ভারতীয় পতাকাকে ভাল করে খুলে তুলে ধরতে।
ভারতের জাতীয় পতাকার প্রতি আফ্রিদির শ্রদ্ধা দেখে মুগ্ধ ক্রিকেট ভক্তরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। একজন বলেছেন, ‘আফ্রিদির উপর শ্রদ্ধা বেড়ে গেল।’ অপর একজন বললেন, ‘ভারতেও যে আফ্রিদির ভক্ত রয়েছে তা প্রমাণ হয়ে গেল।’ আর একজন বললেন, ‘সত্যিকারের স্পোর্টসম্যান। আফ্রিদিকে শ্রদ্ধা জানাই।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর