তৃতীয় দিনে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হেনেছেন স্পিনার তাইজুল ইসলাম। দিনের একাদশ ওভারে তার স্পিনে ঘায়েল হয়ে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়ে ফিরলেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা ডোনাল্ড তিরিপানো।
অফ স্টাম্পের বাইরে কিছুটা লাফিয়ে ওঠা বল প্রথম স্লিপে মিরাজের হাতে ক্যাচ তুলে দেন তিরিপানো। আগের দিন স্লিপে হ্যামিল্টন মাসাকাদজার ক্যাচও নিয়েছিলেন মিরাজ। প্রথম দুই উইকেটই নিলেন তাইজুল।
৪৬ বলে একটি চারে ৮ রান করে ফেরেন তিরিপানো।
শেষ খবর পর্যন্ত ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান করেছে জিম্বাবুয়ে। ৩০ রান নিয়ে ক্রিজে আছেন ব্রায়ান চারি। ৪ রান নিয়ে তার নতুন সঙ্গী ব্রেন্ডন টেইলর।
বিডি প্রতিদিন/কালাম