ব্রাজিলের নেইমার দ্য সিলভা একদিন ব্যালন ডি’অর জিতবেই- এমনটাই মনে করেন তার স্বদেশি সাবেক তারকা রোনালদিনহো। পাশাপাশি তিনি মনে করছেন ব্যালন ডি’অর জিততে তার কারো উপদেশের প্রয়োজন নেই।
এ ব্যাপারে রোনালদিনহো বলেন, ‘ব্যালন ডি’অর জিততে নেইমারের কোনো উপদেশ দরকার নেই। সময় হলেই সে ব্যালন ডি’অর জিতবে। তার এই পুরস্কার জেতাটা সময়ের ব্যাপার মাত্র। কারণ সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং সে প্রতিনিয়ম ভালো থেকে আরো ভালো হচ্ছে।’
উল্লেখ্য, ২০০৭ সালে ব্রাজিলের কাকা ব্যালন ডি’অর জেতার পর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৭ সাল পর্যন্ত পুরস্কারটি ভাগাভাগি করে নিয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ