দীর্ঘ আট বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ১২২ বলে অপরাজিত ১০১ রান করেন মাহমুদউল্লাহ। লংগার ভার্সনে এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ২০১০ সালের ফেব্রুয়ারিতে নিজের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন মাহমুদউল্লাহ।
হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সফরের একমাত্র টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট হাতে নেমে ১৭টি চার ও ২টি ছক্কায় ১৭৭ বলে ১১৫ রান করেছিলেন মাহমুদউল্লাহ। তার সেঞ্চুরি সত্ত্বেও ম্যাচটি ১২১ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
প্রথম সেঞ্চুরির পর ৬৮ ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। কিন্তু তিন অংকে পা দিতে পারেননি। এই সময় মাহমুদউল্লাহ সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল অপরাজিত ৮৩। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ওই ইনিংসটি খেলেন মাহমুদউল্লাহ।
আজকের ইনিংসের পর টেস্টে মাহমুদউল্লাহ’র ব্যাটিং পরিসংখ্যান দাঁড়ালো ৪১ ম্যাচ ৭৮ ইনিংসে ৩০ দশমিক ৬৪ গড়ে ২২৩৭ রান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম