শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে প্রথমবার ফেডারেশন কাপ খেলতে এসেই ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। শুরু থেকেই আক্রমণ করেও গোল পাচ্ছিল না বসুন্ধরা কিংস।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধের শেষ দিকে কলিনদ্রেসের দূরপাল্লার শট পোস্টে লেগে ফেরার পর বদলি ফরোয়ার্ড সবুজ জাল খুঁজে নেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে নামে বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল ক্রীড়া চক্র।
গোলশূন্য প্রথমার্ধে শুরু থেকে শেখ রাসেলের রক্ষণে চাপ ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোল পায়নি বসুন্ধরা কিংস। প্রথমার্ধে বলার মতো একমাত্র আক্রমণটি প্রতিযোগিতার ২০১২ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল করে সপ্তম মিনিটে। উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশেরের জোরালো শট ফেরান গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধের শেষ দিকে বদলি ফরোয়ার্ড সবুজ জাল খুঁজে নেন। আর এতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন বসুন্ধরা।
উল্লেখ্য, আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৮/আরাফাত