৮০তম ওভারে বোলিং আক্রমণে আসেন দেবেন্দ্র বিশু। বাংলাদেশের রান তখন ৮ উইকেটে ২৮৬। তাইজুল ব্যাটিং প্রান্তে ১৩ রান নিয়ে মোকাবেলা করেন বিশুর।
প্রথম বলেই এলবির আবেদন করে ক্যারিবীয়রা। তাইজুল ইসলামকে আউট দেন আলিম দার। অপরপ্রান্তে নাঈমকে কি যেন জিজ্ঞাসা করেই রিভিউ নিলেন। মুচকি হেঁসে আলিম দার থার্ড আম্পায়ারের কাছে পাঠান।
সেখানে দেখা যায় বলটি এতটাই টার্ন করেছিল যে বল লেগ স্ট্যাম্প মিস করে চলে যায়। ফলে আউটের হাত থেকে বাঁচে তাইজুল।
এর আগেও আরেকবার ম্যাচের ৭৪তম ওভারে দেবেন্দ্র বিশুর বলে তাইজুলের বিপক্ষে এলবির আবেদন আলিম দার আঙ্গুল তুলে জানিয়ে দেন আউট। তবে রিভিউ নিতে দেরী করেনি তাইজুল। বরং রিভিউ নেয়ার সময়ই মাথা নাড়িয়ে জানিয়ে দেন এটা আউট হয়নি। পরে রিভিউতে দেখা যায় আসলেই আউট হননি তাইজুল।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৮/আরাফাত