সিরি আ’র পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাস ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সাম্পাদোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে। এই জয়ে মৌসুমের অর্ধেকটা সময় অপরাজিত থাকলো বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার সাম্পাদোরিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ২ মিনিটেই গোলের দেখা পান পর্তুগিজ তারকা রোনালদো। এরপর ৩৩ মিনিটে গোল শোধ করে সমতায় ফেরান সাম্পাদোরিয়ার ফ্যাবিও কুয়াগলিয়ারেয়া। কিন্তু ৬৫ মিনিটে আরও গোল করে সাম্পাদোরিয়ার স্বপ্নে যতি টেনে দেন রোনালদো।
ম্যাচের প্রথম গোলটি করে একটা রেকর্ডে নাম লিখিয়েছেন রোনালদো। ডি-বক্সের বাম প্রান্ত থেকে ড্রাইভ শটে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে করা ওই গোলটি সিরি আ’য় তার ১৩তম। এই গোলের মাধ্যমে সিরি আ’র ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ এখন রোনালদো। এর আগে ১৯৮৮/৮৯ মৌসুমে ১২ গোল করে এই রেকর্ড এতদিন ধরে রেখেছিলেন তার স্বদেশী রুই ব্যারোস।
১৯ ম্যাচে ১৭ জয় আর ২ ড্র নিয়ে শীর্ষ স্থান আরও সুসংহত করলো জুভেন্টাস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ