চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রথম পর্বের শেষ ম্যাচে আফগানদের মোকাবিলা করবে বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতে জিতে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে উঠেছে আফগানিস্তানও। প্রাথমিক পর্বের শেষ ম্যাচটি তাই এখন শুধুই নিয়মরক্ষার। তবে বাংলাদেশের জন্য এই ম্যাচটিও একটি বড় পরীক্ষা।
গত বিশ্বকাপে আফগানদের অনায়াসেই হারিয়েছিল টাইগাররা। কিন্তু এরপর একমাত্র টেস্টে বিশাল পরাজয়ের পর ত্রিদেশীয় সিরিজেও যেন অপ্রতিরোধ্য রশিদবাহিনী। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি জয় তবু স্বস্তি এনে দিয়েছিল। কিন্তু স্বস্তির মাঝে কাঁটা হয়ে বিঁধছে ওই আফগানিস্তান ম্যাচ। এখন ফাইনালের আগে আফগানদের বিপক্ষে জয়খরা ঘোচাতে চায় বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ