আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ম্যারাডোনা বুধবার মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
কয়েকদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ম্যারাডোনা। নিজ বাড়িতে বুধবার স্থানীয় সময় বিকেলে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় আর্জেন্টাই্ন ফুটবল কিংবদন্তির। এ সময় তীব্র যন্ত্রণার কারণে পাশে উপস্থিত থাকা এক প্রতিবেশিকে শেষবারের মত শুধু বলতে পেরেছিলেন, ‘আমি খুব অসুস্থ অনুভব করছি।’
এটাই ছিল ম্যারাডোনার মুখ থেকে বের হওয়া জীবনের শেষ কথা।
এরপর হাসাপাতালে নেয়ারও সুযোগ মেলেনি। তার প্রিয় বন্ধু কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো যে তারিখে মৃত্যুবরণ করেছিলেন ঠিক একই তারিখে অনন্তের পথে পাড়ি জমান ম্যারাডোনা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ