প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচেও জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০২ রান করেছে টাইগাররা। জয়ের জন্য আর ২০ রান দরকার।
টস জিতে আগে ব্যাটিং নিয়েও সুবিধা করতে পারেনি সফরকারী অস্ট্রেলিয়া। টাইগারদের সামনে সহজ লক্ষ্য রেখেই ইনিংস শেষ করে অজিরা। ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামে বাংলাদেশ। যেখানে টস হেরে ফিল্ডিংয়ে পায় টাইগাররা। এ ম্যাচে দুদলই তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে।
সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ।
বিডি প্রতিদিন/আরাফাত