৪ আগস্ট, ২০২১ ২১:১৮

অলিম্পিক ২০০ মিটারে বোল্ট রাজত্বের অবসান, নতুন চ্যাম্পিয়ন ডি গ্রাসি

অনলাইন ডেস্ক

অলিম্পিক ২০০ মিটারে বোল্ট রাজত্বের অবসান, নতুন চ্যাম্পিয়ন ডি গ্রাসি

ডি গ্রাসি

অলিম্পিকে পুরুষদের ২০০ মিটারে জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের রাজত্বের অবসান হলো। গত তিনটি আসরে সোনা জিতেছিলেন তিনি। অবসর নেওয়ায় এই অলিম্পিকে ছিলেন না এই তারকা। বুধবার কানাডার স্প্রিন্টার আন্দ্রে ডি গ্রাসি জিতলেন প্রথম অলিম্পিক সোনা। অলিম্পিকে এটি তার পঞ্চম পদক, শেষ পর্যন্ত পেয়ে গেলেন যা চেয়েছিলেন।

ডি গ্রাসি প্রথম হয়েছেন ১৯.৬২ সেকেন্ড সময় নিয়ে। তার চেয়ে দশমিক শূন্য ৬ সেকেন্ড পেছনে থেকে রৌপ্য জিতেছেন আমেরিকান স্প্রিন্টার কেনি বেডনারেক (১৯.৬৮)। ব্রোঞ্জও জিতেছে তার স্বদেশী ও বিশ্ব চ্যাম্পিয়ন নোয়া লাইলস, ১৯.৭৪ সেকেন্ড টাইমিং ছিল তার। শেষ ৫০ মিটারে তাকে পেছনে ফেলেন ডি গ্রাসি।

টোকিওর এই আসরে ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন গ্রাসি। পাঁচ বছর আগে রিও অলিম্পিকে ২০০ মিটারে বোল্টের পরে দৌড় শেষ করে রুপা পান এই কানাডিয়ান। এছাড়া ১০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জেতেন। অবশেষে পঞ্চম অলিম্পিক পদক হিসেবে স্বর্ণের দেখা পেলেন ডি গ্রাসি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর