১৫ অক্টোবর, ২০২১ ২১:২৮

ফাইনালে ধোনির নতুন কীর্তি

অনলাইন ডেস্ক

ফাইনালে ধোনির নতুন কীর্তি

মহেন্দ্র সিংহ ধোনি

মহেন্দ্র সিংহ ধোনি। প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন অধিনায়ক হিসেবে। ২০০৭ সালে লম্বা চুলের সেই ধোনি ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলে। শুক্রবার কাঁচা পাকা চুলের ধোনি টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৩০০তম ম্যাচ খেলতে নামলেন।

২০১৭ সালে ভারতীয় দলকে শেষ বার টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দেন ধোনি। ৭২টি টি২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে ৪১টি ম্যাচে ভারত জিতেছে, হেরেছে ২৮টি ম্যাচে (একটি ম্যাচ টাই হয়, দু’টি ম্যাচে কোনও ফল হয়নি)।

চেন্নাই সুপার কিংসকে ২১৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। জিতেছেন ১৩০টি ম্যাচে, হেরেছেন ৮১টি ম্যাচে। আইপিএল-এ রাইজিং পুণে সুপার জায়ান্টকে ১৪টি ম্যাচে নেতৃত্ব দেন ধোনি। তার মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছেন তিনি, হেরেছেন নয়টি ম্যাচে।

টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব ধোনির। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। ২০৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।
     
বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর