নেশন্স লিগের খেলায় শুক্রবার রাতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের কাছে বিধ্বস্ত হয়েছে বেলজিয়াম। গোলকিপার থিবো কর্তোয়া ছিলেন না। বেলজিয়ামের গোলমেশিন রোমেলু লুকাকুও ইনজুরির কারণে ২৭ মিনিটের মাথায় মাঠ ছেড়েছিলেন। ৪০ মিনিটের মাথায় প্রথম গোল খায় বেলজিয়াম। পরে আরও তিন গোল দিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচ শেষ হয়েছে ৪-১ ব্যবধানে।
কিং বাউদুইন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা তারকা মেমফিস ডিপাই করেছেন জোড়া গোল। বাকি দুই গোল করেন স্টিভেন বার্গুইন এবং ডেনজেল ডামফ্রিজ। বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি করেন মিকি বাতসুয়াই। সর্বশেষ ১৯৯৭ সালে বেলজিয়ামকে হারিয়েছিল নেদারল্যান্ডস।
বিডি প্রতিদিন/ফারজানা