টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক অভিযোগ করেছেন, অ্যামাজনের প্রধান জেফ বেজোস ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে পরাজয় নিশ্চিত ধরে নিয়ে লোকজনকে টেসলা ও স্পেসএক্সের শেয়ার বিক্রি করার পরামর্শ দিয়েছিলেন।
মার-এ-লাগোতে এক আলোচনায় এই বিষয়টি জানতে পেরেছেন বলে মাস্ক নিজেই জানিয়েছেন। এক পোস্টে তিনি লেখেন, জানলাম যে, জেফ বেজোস বলেছিলেন, ট্রাম্প নিশ্চিতভাবে হেরে যাবেন, তাই সবাইকে টেসলা ও স্পেসএক্সের শেয়ার বিক্রি করার পরামর্শ দিয়েছিলেন।
এ বিষয়ে বেজোস এখনও কোনো মন্তব্য করেননি। তবে, নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর বেজোস অভিনন্দন জানিয়ে লিখেছেন, আমাদের ৪৫তম এবং এখন ৪৭তম প্রেসিডেন্টের অসাধারণ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন। কোনো দেশেই এত বড় সম্ভাবনা নেই। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার সাফল্য কামনা করছি।
সম্প্রতি ওয়াশিংটন পোস্ট প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর সমর্থন দেওয়া বন্ধ করেছে। এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে বেজোস বলেন, এই পদক্ষেপ গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত ভোটারদের ওপর কোনো প্রভাব ফেলে না, বরং পক্ষপাতের ধারণা তৈরি করে।
ইলন মাস্ক বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের প্রস্তাবিত সরকারি দক্ষতা বিভাগের (Department of Government Efficiency - DOGE) কো-চেয়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন। বেজোসের মন্তব্য ও সিদ্ধান্ত বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল