রাজশাহীর পবা উপজেলায় আওয়ামী লীগ কর্মীদের বাড়ির সামনে কাফনের কাপড় রেখে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। নওহাটা পৌর এলাকার বসন্তপুর এলাকার হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা রবিউলের বাসার সামনে লাল শপিং ব্যাগের ভিতর কাফনের কাপড়, গোলাপ জল ও চারটি চিরকুটে আ জ আ ম অক্ষর লিখে রেখে গেছে দুর্বৃত্তরা। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।
গতকাল সকালে এলাকার চায়ের দোকানদার মিনারুল ইসলাম বলেন, ‘সোমবার গভীর রাতে কে বা কারা আমার দোকানের সামনে গোলাপ জল, চারটি শপিং ব্যাগের ভিতর ছোট কাগজের টুকরাতে চারটি আ আ ম জ অক্ষর ও চার টুকরা কাফনের কাপড়ে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া কাপড় রেখে যায়। এতে এলাকাবাসী আতঙ্কে আছি।’ যুবলীগ নেতা রবিউল জানান, ‘আমি নওহাটা পৌর যুবলীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি। আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমাকে ভয়ভীতি দেখানো ও আতঙ্কিত করার উদ্দেশে এ ধরনের কাজ করা হয়েছে।’ উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে, তা উদঘাটনে কাজ চলছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরতে অনুরোধ করেন তিনি। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।