নতুন জলে তা থৈ তা থৈ
নদী-নালা-ঘাট
ডুবে গেছে হাজী-বাজার
সকল রাস্তাঘাট।
কলাগাছের ভেলা নিয়ে
হাঁসের সাথে ছুটি
আমায় দেখে হেসে ওঠে
চাঁদা-খলসে-পুঁটি।
বাতাস এসে জল-কন্যার
ধরে চুলের মুঠি
সুর্যি মামাও এই জলেতে
করে লুটোপুটি।
ছোট ছোট ঢেউগুলো যে
করে কলকলানি
চেয়ে চেয়ে দেখি আমি
তাদের ছলছলানি।