শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভারতে সিদ্দিকুরের অস্ত্রোপচার শেষ

নিজস্ব প্রতিবেদক

ভারতে সিদ্দিকুরের অস্ত্রোপচার শেষ

ভারতের চেন্নাই শহরে শংকর নেত্রালয়ে চিকিৎসাধীন কলেজছাত্র সিদ্দিকুরের চোখে অস্ত্রোপচার করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে অস্ত্রোপচার।

বিষয়টি নিশ্চিত করে সিদ্দিকুরের বন্ধু শেখ ফরিদ জানান, সিদ্দিকুরের সঙ্গে যাওয়া জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জাহিদুল এহসান মেনন অস্ত্রোপচারের খবরটি তাদের দেন। অস্ত্রোপচারের পর সিদ্দিকুর ভালো আছেন বলেও জানানো হয়। জানা গেছে, শংকর নেত্রালয়ের চিকিৎসক লিঙ্গম গোপালের নেতৃত্বে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। গত ২ আগস্ট সিদ্দিকুরের চোখের অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়। বৃহস্পতিবার রিপোর্ট পাওয়ার পর সবকিছু ঠিক থাকায় লিঙ্গম গোপাল গতকাল অস্ত্রোপচারের দিন ঠিক করেন।  গত ২০ জুলাই পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলে গুরুতর আহত হন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।

সর্বশেষ খবর