রাশিয়ার মিত্র হিসেবে একটা পরিচিতি আছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের টক্কর দেওয়াকে পছন্দ করেননি। এবং ইউক্রেনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে এসেছেন ট্রাম্প। এ নিয়ে তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনই আক্রমণ করত না এবং পুনরায় হোয়াইট হাউসে গেলে তিনি এ যুদ্ধের অবসান ঘটাবেন।
বুধবার উত্তর ক্যারোলিনায় এক অনুষ্ঠানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তার হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ইউক্রেনের জনগণ এখন ‘মৃত’ এবং তাদের দেশ ‘ধ্বংস’ হয়ে গেছে। এ মন্তব্যের পর, ভবিষ্যতে যদি ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তাহলে তিনি ইউক্রেন নিয়ে আলোচনা করার সময় কতটা ছাড় দেবেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ট্রাম্পের মতে, ইউক্রেনের উচিত ছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার আগে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সমঝোতা করা।