আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১০৪ জনের প্রাণহানি ঘটেছে। বিস্ফোরণের এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে গতকাল দেশটির পুলিশ জানিয়েছে।
রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে তাউরা স্থানীয় সরকার এলাকার মাইজা শহরে এ ঘটনা ঘটে বলে ফোনে রয়টার্সকে জানান, জিগাওয়া রাজ্য পুলিশ কমান্ডের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম। এ সময় অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। সেই সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ১০৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। এ ছাড়া বিস্ফোরণে আরও ১০০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে লাওয়ান বলেন, ট্যাংকারটি উল্টে যাওয়ার পর রাস্তায় অনেক মানুষ জ্বালানি সংগ্রহ করছিলেন। এ সময় আকস্মিকভাবে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। যে কারণে আগুনে পুড়ে এত মানুষের প্রাণহানি ঘটেছে। বিস্ফোরণের কারণে ধরে যাওয়া আগুন গতকাল ভোর পর্যন্ত পুরোপুরি নিভিয়ে ফেলা যায়নি বলে জানিয়েছেন তিনি। গত মাসে নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হন। বিবিসি