স্বল্প সময়ে সুগন্ধি উচ্চ ফলনশীল নতুন জাত ব্রি ধান-৭৫-এর চাষে বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনে খুশি কৃষক। নতুন জাত ব্রি ধান-৭৫ এ রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম। এছাড়াও অন্যান্য সুগন্ধি জাতের তুলনায় প্রায় দ্বিগুণ ফলন হওয়ায় ব্রি ধান-৭৫ চাষে ঝুঁকছেন চাষিরা। কৃষকদের মাঝে নতুন এই জাতের বীজ ছড়িয়ে দিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি কাজ করে যাচ্ছে। সুগন্ধি ধান চালের জন্য বিখ্যাত দিনাজপুরে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের উদ্ভাবিত ব্রি-৭৫ আশার আলো দেখাচ্ছে এ অঞ্চলের চাষিদের।
কয়েকজন কৃষক জানান, স্বল্প সময়ে সুগন্ধি উচ্চ ফলনশীল নতুন জাত ব্রি ধান-৭৫-এর চাষ করে বাম্পার ফলন পাচ্ছেন কৃষক। এই জাতের ধানে রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম। তুলনামূলক সার-কীটনাশক কম লাগায় উৎপাদন খরচ কম হয়। একর প্রতি ধান এসেছে ৬০ থেকে ৭০ মণ। আমন আবাদে কমপক্ষে ১৩৫দিন সময় লাগলেও বীজ বপনের এই ধান উঠতে সময় লাগে মাত্র ১১৫দিন। আগাম জাতের এ ধান আবাদ হওয়ায় খুশি চাষিরা। এ সময় কাজ না থাকায় আগাম ধান কাটাই মাড়াই হওয়ায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে অনেকের।
দিনাজপুরের বিরল উপজেলার পুরিয়া গ্রামের জাতীয় পুরস্কার প্রাপ্ত আদর্শ কৃষক মতিউর রহমান জানায়, উচ্চ ফলনশীল সুগন্ধি নতুন জাতের ধান ব্রি ধান-৭৫ আবাদ করেছেন ১৫ একর জমিতে। ফলন ভালো হয়েছে।
এ ব্যাপারে বিএডিসি-দিনাজপুরের উপ-পরিচালক আবু জাফর মোহাম্মদ নেয়ামত উল্লাহ্ বলেন, সাধারণ কৃষকদের মাঝে নতুন উচ্চ ফলনশীল জাতের ধান সম্প্রসারণের লক্ষ্যে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বীজ উৎপাদন করছে বিএডিসি। দিনাজপুর জেলায় বিএডিসির আওতায় ব্রি ধান-৭৫ এর বীজ উৎপাদন হচ্ছে ৪৫একর জমিতে।
বিডি প্রতিদিন/নাজমুল