ঝিনাইদহের কোটচাঁদপুরে ২২ মাথাওয়ালা খেজুর গাছ নিয়ে বর্তমানে শোরগোল পড়ে গেছে। আর এই গাছটি দেখতে প্রতিদিন নানা স্থান থেকে ছুটে আসছে উৎসুক জনতা। তবে গাছটি নিয়ে এলাকায় নানান কথা প্রচলিত। অনেকে মনে করছেন গাছটি অলৌকিকভাবে সৃষ্টি হয়েছে। যার কারণে বিভিন্ন মনের বাসনা পূরণের জন্য মানত করে যাচ্ছেন। কেউবা রোগমুক্তি কামনার জন্য ছুটে আসছেন। গাছটি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বহরামপুর গ্রামের কাজী সোলায়মান হোসেনের জমিতে অবস্থিত। জানা যায়, প্রায় ৩০ বছর আগে কোটচাঁদপুর উপজেলার বহরামপুরের কৃষক কাজী সোলায়মানের জমিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এই খেঁজুর গাছটি। একটু বড় হলে রস আহরণের জন্য গাছটি কাটেন সোলাইমান। শুরুর দিকে এ গাছ থেকে রস আহরণ করলেও একাধিক মাথা গজানোয় পরে ওই গাছ থেকে রস সংগ্রহ অসম্ভব হয়ে পড়ে। আগে ৩০-৩৫টি মাথা থাকলেও এখন দৃশ্যমান রয়েছে ২২টি।
আর সতেজ রয়েছে ১৪টি মাথা। দূর থেকে দেখলে মনে হবে রংতুলিতে আঁকা কোনো এক শিল্পীর নিপুণ হাতের কারুকাজ। অবাক করার বিষয় হলো, মূল কান্ড থেকে ২২টি মাথা নিয়ে আশপাশের অন্যান্য গাছের মতোই আকাশ পানে মাথা উঁচু করে সোজা দাঁড়িয়ে আছে খেজুর গাছটি। বিষয়টি অদ্ভুত এবং অলৌকিক মনে করছেন অনেকেই। গাছটি দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন কৌতূহলী মানুষ। ঝিনাইদহ সরকারি কেসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেকেন্দার আলী বলেন, এটা আসলে অলৌকিক কিছু নয়। আমরা উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় খেঁজুর গাছ, তালগাছ ও সুপারিগাছ এসব গাছের কোনো শাখা-প্রশাখা থাকে না।
এই ধরনের গাছকে এক বীজপত্রী গাছ বলে থাকি। এ ধরনের গাছে এক ধরনের ফাইটো হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃস্বরণের কারণে অনেক সময় এমনটি হয়। তবে সচরাচর এমনটি দেখা যায় না। অনেকেই গাছটি অলৌকিক মনে করে রোগমুক্তি কামনা ও শুভ কিছুর আশায় মানতও করে থাকেন। যা আধুনিক মনস্করা ভাষায় পাগলামিও বলা যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ