পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারে জালিয়াতির দায়ে পাঁচ ছাত্রকে আটক করেছে যাচাই-বাছাই কমিটি। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলাকালে তাদের আটক করা হয়।
আটরা হলেন- হারুনর রশিদের ছেলে নাইমুল ইসলাম, জামসেদ আলীর ছেলে উজ্জ্বল মোহাম্মাদ, আব্দুল কাদেরর ছেলে রিয়াদুল জান্না রিয়াদ, সাইদুল ইসলামের ছেলে রিফাতুল ইসলাম, লিয়াকত আলীর ছেলে সাগর সরকার। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকের অভিভাবক ডেকে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ওই ছাত্রদের ছেড়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রতীম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত মুচলেকা নিয়ে তাদের ভর্তি বাতিল করার সুপারিশ জানানো হয়েছে কর্তৃপক্ষের কাছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভর্তি পরীক্ষার কমিটি প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখছেন। কোনো ধরনের অনিয়ম করা সুযোগ নেই।
বিডি প্রতিদিন/হিমেল