শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান আরও কঠোর হবে। আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হওয়ার আগে ডোপ টেস্ট করানো হবে। আমরা কোনও মাদকাসক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো না।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে মিনি অডিটরিয়ামে একাডেমিক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় থকে প্রায় সব ধরনের নেতিবাচক বিষয় দূর করা হয়েছে। সেই সাথে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা হয়েছে। র্যাগিং ও ড্রপ কালচার প্রায় বন্ধ হয়েছে। যৌন নিপীড়নের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। ফলে এখন আর কোন অভিযোগ আসছে না।
সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. লায়লা আশরাফুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই একাডেমিক সেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মনিরুল ইসলাম খানসহ অন্যান্যরা ।
বিডি-প্রতিদিন/শফিক