২১ ফেব্রুয়ারি, ২০২০ ২২:১৩

১৫ গুণী ব্যক্তিকে একুশে সম্মাননা পদক দিল চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৫ গুণী ব্যক্তিকে একুশে সম্মাননা পদক দিল চসিক

সংগৃহীত ছবি

বিভিন্ন ক্ষেত্রে অবদায় রাখায় ১৫ গুণীজনকে একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। 

শুক্রবার বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে গুণীজনদের হাতে সম্মাননা পদক তুলে দেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চসিক প্রধান নির্বাহী মোহাম্মদ সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে পদক গ্রহণকারীদের পক্ষে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী, কবি ওমর কায়সার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারিস।

এর আগে, চসিক একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার তুলে দেয়া হয় গুণীজনদের।

একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার সম্মাননা গ্রহণকারীরা হলেন, ভাষা আন্দোলনে আবু তালেব চৌধুরী (মরণোত্তর), শিক্ষায় অধ্যক্ষ মোজাফফর আহমদ (মরণোত্তর), চিকিৎসাসেবায় প্রফেসর সৈয়দা নুরজাহান ভূঁইয়া (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে শহীদ হারুনুর রশীদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মোহাম্মদ হারিছ, সাংবাদিকতায় আকতার-উন-নবী (মরণোত্তর), সংগঠক প্রকৌশলী মো. দেলোয়ার হোসাইন, সংগঠক বিএফইউজের সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী, ক্রীড়ায় সিরাজউদ্দিন মো. আলমগীর, সংগীতে ওস্তাদ স্বপন কুমার দাশ, সমাজসেবায় সন্ধানী এবং সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যে (অনুবাদ) ড. মাহমুদ উল আলম, প্রবন্ধ গবেষণায় অধ্যাপক নুরুল আমিন, কবিতায় ওমর কায়সার ও শিশুসাহিত্যে আকতার হোসাইন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর