২২ অক্টোবর, ২০২১ ১৭:৪৭

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

প্রতীকী ছবি

করোনা পরিস্থিতি দিনদিন কমেই আসছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মাত্র তিনজন। এর আগের দিন বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল ৬ জন। শুক্রবার এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে মোট ১ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৬৮৪। উপজেলা পর্যায়ে গত ২৪ ঘন্টায় ১৪টি উপজেলার কোথাও কোন করোনা রোগীর অস্তিত্ব মেলেনি।

সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা গেছে, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে উপজেলার একজনের মৃত্যু হয়েছে। তবে আগের দিনের তুলনায় শনাক্ত আরও কমেছে। নতুন আক্রান্ত ৩ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ১৪৫ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৭৩ হাজার ৯২০ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২২৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট এক হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরীর। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৯৭ জন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর