২৬ নভেম্বর, ২০২১ ২১:১৪

ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়েছে দুটি বহুতল ভবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়েছে দুটি বহুতল ভবন

প্রতীকী ছবি

ভূমিকম্পের কারণে চট্টগ্রাম নগরীর চকবাজার এবং খাজা রোড এলাকায় হেলে পড়েছে দুটি বহুতল ভবন। এরই মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ)র বিশেষজ্ঞ দল ভবন দুটি পরিদর্শন করেছে। পরবর্তী করণীয় নির্ধারণ করতে বৈঠকে বসবেন সিডিএ কর্মকর্তারা।

সিডিএ’র প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলেন, ভূমিকম্পের কারণে চকবাজার এবং খাজা রোডের দুটি বহুতল ভবন হেলে পড়ার কথা শুনেছি। ওই দুই স্পটে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

জানা যায়, শুক্রবার ভোরে অনুভূত মাঝারি মানের ভূমিকম্পের কারণে চকবাজারের কাপাসগোলা সড়কের  রহমান ভিলা হেলে পড়েছে। ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে গেছে। একই ভাবে চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় হেলে পড়েছে আরেকটি বহুতল ভবন। ওই ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর