ঘূর্ণিঝড় আমফান চলাকালে বরিশালের আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে জেলার আড়াইশ সাইক্লোন সেন্টারের পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠান জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ঝড় আঘাত হানার আগেই আগামী ৩ দিনের মধ্যে ক্ষেতের সব বোরো ধান কাটার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এই নির্দেশনা দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সবাইকে ঝড় মোকাবিলার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ঝড়ের সময়ও যাতে করোনার বিস্তৃতি না ঘটে সে জন্য সব স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেন তিনি। ঝড় শুরুর আগে স্থানীয় সরকার ও তথ্য উদ্যোগে মাইকিং, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে ঝড় চলাকলীন কিংবা পরবর্তী সময়ে সড়কে গাছপালা উপড়ে পড়ে থাকলে সেগুলো দ্রুত অপসারণ এবং বিদ্যুত বিভাগকে ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত করে সঞ্চালন স্বাভাবিক রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক।
এ ছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই ক্ষেতে থাকা সব বোরো ধান আগামী ৩ দিনের মধ্যে ঘরে তোলার জন্য জেলা প্রশাসক সভায় সংশ্লিষ্টদের নির্দেশ দেন বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এলজিইডি কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভাগীয় তথ্য কর্মকর্তা, রেড ক্রিসেন্ট, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্মকর্তা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও জেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন