শিরোনাম
মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

শাহজালালে সিএন্ডএফ এজেন্টদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় গতকাল ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টরা। সকাল ৯টা থেকে দুই ঘণ্টার এই ধর্মঘটে সব ধরনের আমদানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে অব্যবস্থাপনা, মালামাল চুরিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে সিএন্ডএফ এজেন্টরা এ ধর্মঘট পালন করে।

বেল্টারের আঘাতে চীনা বিমান ক্ষতিগ্রস্ত : উড্ডয়নের ঠিক আগমুুহূর্তে হযরত শাহজালাল বিমানবন্দরে বেল্টারের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। দুপুরে এ দুর্ঘটনার পর বাতিল করতে হয়েছে ঢাকা থেকে গুয়াংজুগামী ওই ফ্লাইটটি। উড়োজাহাজটি রানওয়েতেই আটকা পড়ে আছে। যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে যখন আলোচনা চলছিল, ঠিক সেই সময় কার্গো যানের ধাক্কায় বিদেশি উড়োজাহাজের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ভাবিয়ে তুলেছে।

সর্বশেষ খবর