মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
মাদারীপুর

বিত্তবান লিটন শিক্ষিত গোলাপ

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুরের সংসদ নির্বাচনে ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা মোতাবেক এই প্রার্থীদের মধ্যে সবচেয়ে বিত্তশালী প্রার্থী হলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর ই আলম চৌধুরী লিটন। পাশাপাশি সবচেয়ে শিক্ষিত প্রার্থী হলেন ড. আবদুস সোবাহান গোলাপ। হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, এই তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা অন্য দলের প্রার্থীদের তুলনায় অপেক্ষাকৃত বিত্তবান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর ই আলম চৌধুরী লিটনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা      মোতাবেক স্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি ৬৩ লাখ এক হাজার ১৫০ টাকা এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৮৯৮ টাকা। স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তি রয়েছে ১১ কোটি ৩০ লাখ ৫১ হাজার ৫৫১ টাকার। নবম সংসদ নির্বাচনের হলফনামা মোতাবেক তার স্থাবর সম্পদের পরিমাণ ছিল ৫ লাখ ৮৩ হাজার ৩৭৫ টাকার। স্ত্রীর নামে ছিল দুই লাখ টাকার এবং অস্থাবর সম্পত্তি ছিল তার নামে ২৫ লাখ ৪ হাজার ৫৪৪ টাকার, স্ত্রীর নামে ২৭ লাখ ২১ হাজার ৫৫৪ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। হলফনামা মোতাবেক মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর স্থাবর সম্পদের পরিমাণ ১২ লাখ ৫৩ হাজার ৩২৮ টাকার। অস্থাবর সম্পত্তির পরিমাণ নিজের নামে ১০ লাখ ৫০ হাজার এবং স্ত্রীর নামে ৪৯ লাখ ৪০ হাজার টাকার। তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএসএস। তিনিসহ মাদারীপুরে বিএনপির তিনজন প্রার্থীই প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাজাহান খানের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি টাকার। হলফনামা মোতাবেক তিনি বিএ পাস। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিল্টন বৈদ্য হলফনামা মোতাবেক এইচএসসি পাস। তার স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ নিজের নামে ১৩ লাখ ৬০ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৩ লাখ ৫০ হাজার টাকার। এই আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই। মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড. আবদুস সোবাহান গোলাপ। তিনি পিএইডি ডিগ্রিধারী। তিনিই হচ্ছেন মাদারীপুরের সর্বোচ্চ ডিগ্রিধারী প্রার্থী। হলফনামা মোতাবেক তার স্থাবর সম্পদের পরিমাণ ৩৪ লাখ ২৭ হাজার ৯৬০ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৫৫ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে স্থাবর সম্পত্তি রয়েছে ৫০ লাখ টাকার এবং অস্থাবর সম্পত্তি রয়েছে ৮ কোটি ৩২ লাখ ৮৮ হাজার ৪২১ টাকার। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিছুর রহমান খোকন এমএসএস ডিগ্রিধারী। হলফনামা মোতাবেক তার স্থাবর সম্পদের পরিমাণ দুই লাখ ১০ হাজার ৫৭৪ এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৫২ লাখ ১০ হাজার টাকার এবং স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তি রয়েছে ২৭ লাখ ৭৬ হাজার টাকার।

 

সর্বশেষ খবর