সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা

‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেননি রবীন্দ্রনাথ’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেননি রবীন্দ্রনাথ’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেননি বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।  গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাকসুর উদ্যোগে এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে স্বাভাবিকভাবে দেখেননি কলকাতা কেন্দ্রিক হিন্দু এলিটরা। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি বুঝেছে, কলকাতা কেন্দ্রিক হিন্দু রক্ষণশীলরা তাদের বিরুদ্ধে এক হওয়া শুরু করেছে। ভারতবর্ষে  কয়েক বছর টিকে থাকার লক্ষ্যে মুসলমানদের ‘পেট্রোনাইজের’ অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদালয় প্রতিষ্ঠা পায়। ডাকসুর ভিপি নুরুল হক নুরের সভাপতিত্বে  বক্তব্যে রাখেন উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর