রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নিজের ভাষা বাঁচাতে বিদেশি ভাষা জানতে হবে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নিজের ভাষাকে বাঁচাতে হলে বিদেশি ভাষা জানতে হবে। মাতৃভাষাপ্রীতি মানে অন্য ভাষার প্রতি অপ্রীতি নয়। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। সভায় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, মীর আবদুস সবুর আসুদ, হাজী প্রমুখ বক্তব্য রাখেন।

জি এম কাদের বলেন, বিদেশি ভাষার দিকেও মনোযোগ দিতে হবে। আমরা যদি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ি তাহলে ইংরেজি জানতে হবে। ইংরেজি যদি না জানি তাহলে বাংলায় অনুবাদ করব কীভাবে। বাংলার জন্যই অন্য ভাষার প্রতি জোর দিতে হবে। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারির সংগ্রাম শুধু ভাষার জন্য নয়, স্বকীয়তার সংগ্রাম। এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দল শক্তিশালী না হলে আন্দোলনের কথা বলে লাভ হবে না। শেষে মাথা নত করতে হবে।

সর্বশেষ খবর