রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা
বরিশাল

স্কুলছাত্রকে বেঁধে দেয়ালে মাথা ঠুকিয়ে বর্বরতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে চুরির অভিযোগ তুলে জিসান (১১) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। তাকে হাত বেঁধে পাকা দেয়ালের সঙ্গে মাথা ঠোকানো হয়েছে। পরে জিসানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার বিকালে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা সড়ক এলাকায় এভাবে নির্যাতন করেন মুদি দোকানি মো. পারভেজ। জিসান একই এলাকার বাসিন্দা দিনমজুর শাহজাহান মিয়ার ছেলে এবং সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। গুরুতর অবস্থায় ওইদিন সন্ধ্যায় জিসানকে বরিশাল শেরেবাংলা মেডিকেলের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  জিসানের মা হাসিনা বেগম জানান, দোকান থেকে ১৯০ টাকা চুরি হয়েছে বলে জিসানকে বাসা থেকে ডেকে নেয় পারভেজ। এরপর দাবিকৃত টাকা আদায়ের জন্য জিসানের হাত বেঁধে দেয়ালে একের পর এক মাথা ঠোকরানো হয়। এ অবস্থায় মাথা থেকে রক্তপাত শুরু হয় এবং জিসান বমি করতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পেয়ে তখন তিনি (মা হাসিনা বেগম) ও বাবা শাহজাহান মিয়া ঘটনাস্থলে গিয়ে জিসানকে উদ্ধার করেন। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, জিসানের মাথায় অনেকগুলো গুরুতর জখম রয়েছে। হাসিনা বেগম বলেন, এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান শরীফের কাছে বিচার চেয়েছি।

তিনি বিচার করার আশ্বাস দিয়ে মামলা না করতে বলেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর