রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শিশু সদনে দুই মাসের শিশু খুন, আয়া আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সমাজসেবা অধিদফতরের অধীন নগরীর বাগবাড়ির ছোটমনি নিবাসে (শিশু সদন) দুই মাসের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোটমনি নিবাসের আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে আটক করে আদালতের মাধ্যমে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ ধারণা করছে ওই শিশুকে বালিশচাপা দিয়ে সুলাতানা ফেরদৌসী খুন করেছেন। জানা যায়, গত ২২ জুলাই রাতে ছোটমনি নিবাসে ২ মাস ১১ দিন বয়সী শিশু নাবিল আহমদ কান্নাকাটি করছিল। এতে বিরক্ত হয়ে আয়া সুলতানা ফেরদৌসী প্রথমে শিশুটিকে সজোরে ছুড়ে ফেলেন এবং পরে বালিশচাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরদিন তার বিরুদ্ধে কোতোয়ালি থানার এস আই মাহবুব মণ্ডল বাদি হয়ে হত্যা মামলা করেন। এদিকে, অবুঝ শিশু নাবিলকে হত্যার পর ঘটনাটি গোপন রাখেন ছোটমনি নিবাসের দায়িত্বে থাকা উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। এ কারণে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধেও নেওয়া হতে পারে আইনি ব্যবস্থা এমনটা জানিয়েছে পুলিশ। জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাপা দিতে ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা (নম্বর-৪৫) করা হয়। ময়নাতদন্তের পর নাবিলের লাশ দাফন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর