শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এআইইউবি আন্তর্জাতিক বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট সম্মেলন শেষ হবে আজ

নিজস্ব প্রতিবেদক

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এ দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এআইইউবি আন্তর্জাতিক বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট সম্মেলন (এআইসিবিএম)। ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আয়োজনে গতকাল শুরু হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আজ। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘আন্তর্জাতিক বাণিজ্যে দৃষ্টান্তমূলক পরিবর্তন’। সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। গতকাল অনুষ্ঠানের প্রথম দিনে সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল প্ল্যাটফরমে শুরু হওয়া এ সম্মেলন চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এআইইউবির উপাচার্য ড. কারমেন জেড লামাগনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবু তাহের, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. লাভি রাজগুপ্ত, আইবিএ-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ মোমেন, গ্র্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আযমান। সম্মেলনে কনফারেন্স চেয়ারের বক্তব্য দেন একাডেমিকস এআইইউবির ভাইস প্রেসিডেন্ট ড. চার্লস সি ভিলানোয়াভা। কি-নোট স্পিকার ছিলেন টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি করপাস ক্রিস্টির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ এম এম ওয়াহিদুজ্জামান। আন্তর্জাতিক এ সম্মেলন উপলক্ষে ১০০টিরও অধিক গবেষণাপত্র জমা দিয়েছিলেন গবেষকরা। চূড়ান্ত পর্যায়ে ১৩টি সেশনের মাধ্যমে ৫৫টি পেপার কনফারেন্সে উপস্থাপনের জন্য মনোনয়ন করা হয়। মার্কেটিং, ই-কমার্স, ম্যানেজমেন্ট ও এইচআরএম, অপারেশন অ্যান্ড সাপ্লাই চেইন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস), ফিন্যান্স, অ্যাকাউন্টিং ও অর্থনীতির ওপর গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। রিভিউয়ার হিসেবে দেশ ও বিদেশের বিভিন্ন অধ্যাপকরা গবেষকদের গবেষণাপত্রের ওপর মূল্যবান ও গঠনমূলক মন্তব্য প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর