বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক

পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার

করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্তের হার ছিল ৬.৭১ শতাংশ, যা গত ৩৫ দিনের মধ্যে সর্বোচ্চ। সবশেষ এর চেয়ে বেশি ৭.৭২ শতাংশ শনাক্ত হারের খবর এসেছিল গত ২ আগস্ট। মাঝে শনাক্তের হার কমতে কমতে ২২ আগস্ট ৩.১৫ শতাংশে নেমেছিল। ২৩ আগস্ট থেকে ফের বাড়তে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষায় ৩১৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৬.৭১ শতাংশ। এই সময়ে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৯৭ জন। সুস্থতার চেয়ে শনাক্ত বাড়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। মে জুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জুনের তৃতীয় সপ্তাহ থেকে ফের সংক্রমণ বাড়তে শুরু করে। শনাক্তের হার ১৬ শতাংশ ছাড়িয়ে যায়। এক মাস পর জুলাইয়ের শেষ দিকে সংক্রমণ কমতে শুরু করে। আগস্টের ২২ তারিখ ৩.১৫ শতাংশে নেমে আসে শনাক্তের হার। এরপর আবার বাড়তে শুরু করেছে। ২৫ আগস্ট ৪ শতাংশ ছাড়া, ৩১ আগস্ট ৫ শতাংশ ছাড়া, ৩ সেপ্টেম্বর ৬ শতাংশ ছাড়ায়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৫ দিনের মধ্যে সর্বোচ্চ। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর