শিরোনাম
২১ জানুয়ারি, ২০২১ ১০:৩৩

করোনায় বেলজিয়ামে মৃত্যুহার ৩০ শতাংশ

অনলাইন ডেস্ক

করোনায় বেলজিয়ামে মৃত্যুহার ৩০ শতাংশ

এক বছরেরও বেশি ধরে করোনার তাণ্ডব চলছে পুরো বিশ্বে। এদিকে বেলজিয়ামে এখন পর্যন্ত ছয় লাখ ৮১ হাজার দু'শ ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মারা গেছেন ২০ হাজার পাঁচশ ৫৪ জন। দেশটিতে বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ছয় লাখ ১৩ হাজার তিনশ ৭০ জন। আক্রান্তদের মধ্যে মাত্র ৩৬০ জনের অবস্থা গুরুতর।

ওয়ার্ল্ডয়োমিটারের তথ্যানুসারে, বেলজিয়ামে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা যাওয়ার হার ৩০ শতাংশ এবং ৭০ শতাংশ সেরে ওঠার হার।

বেলজিয়ামে করোনায় মৃত্যুর হার বিশ্বের তুলনায় অনেক বেশি। কারণ, সারাবিশ্বে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং সেরে ওঠার হার ৯৭ শতাংশ। কেবল ফ্রান্সে সেরে ওঠার হার ৭৫ শতাংশ এবং মারা যাওয়ার হার ২৫ শতাংশ। বেলজিয়ামে সেই পরিস্থিতি আরও খারাপ।

এদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডবে এক বছরে প্রথমবার একদিনে (বুধবার) ১৭ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব। এর মধ্যে শুধু আমেরিকাতেই মারা গেছে ৪ হাজার ৩শ’ মানুষ। রেকর্ড ১৮শ’র বেশি মৃত্যু দেখেছে ব্রিটেন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছুঁয়েছে ২০ লাখ ৮১ হাজার।

বুধবার মার্কিন ভূখণ্ডে মোট প্রাণহানি ছাড়ায় ৪ লাখ ১৫ হাজার। আক্রান্ত আড়াই কোটি মানুষ। বুধবার দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ডে ব্রিটিশ ভূখণ্ডে মোট মৃত্যু ৯৩ হাজারের বেশি। ১৪শ’ প্রাণহানির ফলে ব্রাজিলে মৃতের সংখ্যা দু’লাখ ১৩ হাজার ছুঁইছুঁই। এক হাজারের বেশি মানুষ মারা গেছেন জার্মানিতে। ৪ থেকে ৬শ’ মৃত্যু দেখেছে কলম্বিয়া, পোল্যান্ড, স্পেন, ইতালি, দক্ষিণ আফ্রিকা, ও রাশিয়া। দৈনিক মৃত্যু কমলেও করোনায় এ পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার মৃত্যু দেখেছে ভারত; মেক্সিকোতে ১ লাখ ৪৪ হাজার।

বিডি প্রতিদিন/ মজুমদার 

সর্বশেষ খবর