শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নরসিংদীতে পুলিশ ‘ডাকাত’ গোলাগুলি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে পুলিশ-‘ডাকাত’ গোলাগুলি হয়েছে। প্রায় ৩০ মিনিট গোলাগুলি শেষে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গত রাত ৯টার দিকে নরসিংদীর বাশাইল এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশ ও বাড়ির মালিক জানান, রাত ৮টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় আহসান মঞ্জিল মালিক মাকসুদুল কবির ফেরদৌসের বাড়িতে বাসা ভাড়া নিতে যায় দুই যুবক। এ সময় তাদের পেছনে অস্ত্রধারী আরও দুই যুবক ঘরে ঢুকে বাসার লোকজনকে জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুট করে। এতে বাধা দিলে ডাকাতরা তাদের মারধর শুরু করে। এ সময় জিম্মিরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন খবর পেয়ে মেইন গেটে তালা লাগিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সুপার আমেনা বেগমের নেতৃত্বে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে। ডাকাতদের আত্মসমর্পণ করতে বলে। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি ছুড়ে। প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর ৪ ডাকাত পুুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, একটা চাপাতি, গোলাবারুদ উদ্ধার করে।

সর্বশেষ খবর