জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেছেন, জঙ্গিবাদ নয়, গণতন্ত্রই দেশ উন্নয়নের একমাত্র আসল পন্থা। জঙ্গিবাদ সৃষ্টি করে কখনো ক্ষমতায় আসা যাবে না। জঙ্গিবাদের মদদদাতা খালেদা জিয়াকে পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শুক্রবার মাগুরার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজতান্ত্রিক দল (জাসদ) অয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।