সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মামলা তুলে নিতে বাদীকে হুমকি

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের দ্বিমুখায় এক পল্লী পশু চিকিৎসক খুনের ঘটনায় আসামি জামিনে এসে মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীকে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ধামরাই থানায় অভিযোগ করলেও পুলিশ তা আমলে নিচ্ছে না। খুন হওয়া যুবকের বাবা ও মামলার বাদী আবদুল জলিল ও ভাই রবিউল ইসলাম স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। জানা গেছে, ধামরাইয়ের দ্বিমুখা গ্রামের আবদুল জলিলের ছেলে ঠান্ডু মিয়া পেশায় একজন বিকাশ ব্যবসায়ী ও পল্লী পশু চিকিৎসক। গত ১৭ এপ্রিল রাতে একই গ্রামের গার্মেন্টকর্মী মোয়াজ্জেম হোসেনের স্ত্রী সাজেদা আক্তার লিলি ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার মৃতদেহ ধান খেত থেকে পুলিশ উদ্ধার করে। এ সময়  লিলিকে পুলিশ আটক করে। পরে সে খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় নিহতের বাবা আবদুল জলিল গত ১৮ এপ্রিল থানায় হত্যা মামলা করেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে সাজেদা আক্তার মামলাটি তুলে নিতে বাদীকে হুমকি এবং তার বাড়িতে হামলা ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করেন। এসব ঘটনায় ধামরাই থানায় সাধারণ ডায়েরি হয়। কিন্তু পুলিশ তা আমলে নিচ্ছে না বলে জানান খুন হওয়া যুবকের ভাই রবিউল ইসলাম। তিনি অভিযোগ করেন, তার ভাইকে ওই নারী একা খুন করতে পারেনি। তার সঙ্গে আরও লোক ছিল, তারা কারা আমরা জানতে চাই। কিন্তু পুলিশ এ ব্যাপারে সহযোগিতা করছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর