শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

সারা দেশে সড়কে ঝরল ২২ প্রাণ

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ও গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দুপুর ১২টায় ঘোগা বটতলায় লবণবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন ও একই উপজেলার মহিপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ভোর ৫টায় মহিপুর জামতলায় নওগাঁগামী লবণবোঝাই ট্রাকের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃদুল হোসেন নামে একজন নিহত ও চারজন আহত হন। মৃদুল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচড়া গ্রামের রফিকুল ইমলামের ছেলে। টাঙ্গাইল : টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সিরাজগঞ্জ : কামারখন্দে ট্রাকচাপায় আসলাম হোসেন (৩৬) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আসলাম সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডীদাসগাতী গ্রামের মৃত মহরম আলীর ছেলে। গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬ জন। নিহত হাবিবুর রহমানের বাড়ি টুঙ্গিপাড়ায়। তবে অন্য নিহত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। বান্দরবান : বান্দরবানে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহত বিজিবি সদস্যের নাম মো. আল-আমিন (৩৩)। তিনি বিজিবির বরকল ৪৫ ব্যাটালিয়নের সৈনিক। দিনাজপুর : দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে ভ্যানে যাওয়ার সময় বাসচাপায় বউ-শাশুড়ি নিহত হয়েছেন। নিহত মোছা. আলিমন বেওয়া (৭০) বীরগঞ্জ পৌরশহরের মৃত বজলুর রশিদের স্ত্রী এবং মোছা. রেহেনা বেগম (৩২) তার ছেলের স্ত্রী। কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নাবিল হোসেন (৩৮) ও ট্রাকের যাত্রী ইবরাহিম হোসেন নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক মাগুরা সদর উপজেলার দোয়ালী এলাকার ওবাইদুর রহমানের ছেলে আর যাত্রী ইবরাহিমের ঠিকানা পাওয়া যায়নি। রাজশাহী : গোদাগাড়ী উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। নিহত দুজনের মধ্যে বাসচালকের পরিচয় পাওয়া গেছে। তিনি তানোর উপজেলার চন্ডীপুর গ্রামের আবদুল আজিজের ছেলে মতিউর রহমান (৩৫)। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ার চর উপজেলার আগরপুরে একজন ও সদর উপজেলার সুলতানপুরে দুজন নিহত হন। ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় পিকআপ চালক নিহত হয়েছেন। নিহত পিকআপ চালকের নাম আসলাম সরদার। ময়মনসিংহের ফুলপুরে ট্রাকচাপায় আতিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার মাটিচাপুর গ্রামের মৃত চৌকিদার ইদ্রিস আলীর ছেলে।

সর্বশেষ খবর